
লোকায়ন রিপোর্ট : নির্বাচন কমিশনের ‘অনুরোধে’ উত্তরাঞ্চল সফর স্থগিত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার চার দিনের সফরে উত্তরাঞ্চলে যাওয়ার কথা ছিল তারেক রহমানের।
সফরের প্রথম দিন বিকালে বগুড়ায় পৌঁছানোর কথা ছিল তার।
বগুড়া থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফরেও যাওয়ার কথা ছিল বিএনপি চেয়ারম্যানের।
নির্বাচনি প্রচার শুরুর আগে তার এই সফর আচরণবিধি ‘ভঙ্গ করছে’ কিনা, সেই প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ।
তবে আচরণবিধি লঙ্ঘন হবে না বলে বিএনপির তরফে দাবি করা হচ্ছিল।
বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন, তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের উদ্দেশ্য হলো একজন শহীদের কবর জিয়ারত করা, এখানে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই।
কিন্তু তার এই বক্তব্যের পরের দিন উত্তরাঞ্চল সফর স্থগিতের সিদ্ধান্ত জানালেন মির্জা ফখরুল।
তিনি বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ অন্যদের প্রতি শ্রদ্ধা জানানোর এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য তারেক রহমান উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে।