স্টাফ রিপোর্টার : পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানের লক্ষ্য রাজধানী ঢাকায় বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ঠাকুরগাঁও জেলার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গঠিত হলো 'বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ঠাকুরগাঁও কল্যাণ পরিষদ'।
গত ১৫ নভেম্বর রাজধানীর একটি রেস্টুরেন্টে এই পরিষদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সকলের মতামতের ভিত্তিতে ৩-সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির মাধ্যমে ১৯-সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. মাজহারুল ইসলাম সুমনকে সভাপতি, কৃষি মন্ত্রণালয়ের ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের যুগ্ম-মহাসচিব মো. ওবায়দুল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কর্মরত মো. নাজমুল হুদাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন, কৃষি মন্ত্রণালয়ে কর্মরত মো. নূর আলম (সিনিয়র সহ-সভাপতি), বাণিজ্য মন্ত্রণালয়ে কর্মরত মো. মামুনুর রশীদ (সিনিয়র সহ-সভাপতি), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কর্মরত মো. মামুনুর রশীদ (সিনিয়র সহ-সভাপতি), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত মো. সাজেদুর রহমান সাজু (সিনিয়র সহ-সভাপতি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে কর্মরত মো. ইউসুফ আলী (যুগ্ম-সাধারণ সম্পাদক), শিল্প মন্ত্রণালয়ে কর্মরত মো. নুরুজ্জামান (সহ-সাংগঠনিক সম্পাদক), স্থানীয় সরকার বিভাগে কর্মরত আশরাফুল মখলূ (দপ্তর সম্পাদক), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত সোহেল আরমান সবুজ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), মাদরাসা ও কারিগরি বিভাগে কর্মরত নাজমুন নাহার কেয়া (মহিলা সম্পাদিকা), খাদ্য মন্ত্রণালয়ে কর্মরত মো. জুয়েল রানা (শিক্ষা বিষয়ক সম্পাদক), আইন ও বিচার বিভাগে কর্মরত শরিফুল ইসলাম সুমন (ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে কর্মরত আব্দুস সবুর (ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত মামুন হক ও অর্থ বিভাগে কর্মরত তাহমিনা আলম তৃষ্টি-কে নির্বাহী সদস্য করা হয়েছে।
সভাপতি মো. মাজহারুল ইসলাম সুমন বলেন, ঠাকুরগাঁওয়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে হলে একটি সংগঠন তৈরি করা প্রয়োজন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কর্মরত মো. নাজমুল হুদা বলেন, আমরা ঠাকুরগাঁও প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবো এবং সংগঠনের সকলকে সাথে নিয়ে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমৃত্যু কাজ করে যেতে চাই।
নবনির্বাচিত কমিটি সকলের অধিকার ও পেশাগত উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন বলে আশাব্যক্ত করেছেন।
ঠাকুরগাঁও জেলার বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত সকলেই সাধারণ সদস্য এবং সহকারী সচিব হতে সচিব পর্যায়ের কর্মকর্তাগণ পদাধিকারবলে ‘উপদেষ্টা’ হিসেবে থাকবেন।