
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দেশের মধ্যে একমাত্র মডেল উপজেলা হিসেবে দিনাজপুরের বোচাগঞ্জকে ছানিজনিত অন্ধত্বমুক্ত করার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক সংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনাল।
‘নবদৃষ্টি বোচাগঞ্জ’ নামক দুই বছর মেয়াদী এই পাইলট প্রকল্পের আওতায় উপজেলার প্রতিটি বাড়িতে গিয়ে রোগীদের শনাক্ত করা হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
শনিবার (২৪ শে জানুয়ারি) বিকেলে উপজেলার দৌলতপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় শিক্ষক ও সুধীজনদের সঙ্গে আয়োজিত সচেতনতা সভায় প্রকল্পের রূপরেখা তুলে ধরা হয়। এই মানবিক কার্যক্রমটি বাস্তবায়ন করছে দিনাজপুর গাউসুল আজম চক্ষু হাসপাতাল।
সভায় প্রজেক্ট ম্যানেজার ডা. ওবায়দুল ইসলাম ও প্রতিনিধি ওমর ফারুক জানান, প্রকল্পের আওতায় ৯ সদস্যের বিশেষ একটি টিম উপজেলা জুড়ে প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় গিয়ে চক্ষু স্ক্রিনিং করবে। প্রাথমিকভাবে যাদের চোখে সমস্যা পাওয়া যাবে, তাদের সেতাবগঞ্জ গাউসুল আজম হাসপাতালে পরীক্ষা করা হবে। এরপর শুধু ছানি অপারেশনের প্রয়োজন এমন রোগীদের দিনাজপুর গাউসুল আজম চক্ষু হাসপাতালে পাঠিয়ে আধুনিক প্রযুক্তিতে অস্ত্রোপচার করা হবে। লেন্স, ওষুধ, চিকিৎসা ও যাতায়াতসহ সব খরচ বহন করবে হেলেন কেলার ইন্টারন্যাশনাল।
স্থানীয় শিক্ষক মাহমুদুর রহমান পাপ্পু বলেন, যেমন বোচাগঞ্জ স্যানিটাইজেশন প্রকল্পে অভাবনীয় সাফল্য পেয়েছিল, এই প্রকল্পের মাধ্যমে আমাদের উপজেলা দেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে। এমন একটি আন্তর্জাতিক উদ্যোগের জন্য বোচাগঞ্জকে নির্বাচিত করায় আমরা গর্বিত।
স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অভাবের কারণে যারা চিকিৎসা করাতে পারছেন না, তাদের জন্য এটি সত্যিই আশীর্বাদ হয়ে আসবে।
কার্যক্রম সফল করতে স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা কামনা করেছেন কর্তৃপক্ষ।