প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৪:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ
মির্জা ফখরুলের মেয়ে ড. শামারুহের সহায়তায় মলি পেলো হুইলচেয়ার

নবীন হাসান : ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নম্বর ওয়ার্ডের মেয়ে মলি—জন্ম থেকেই দুই পা অচল। হাঁটতে বা দাঁড়াতে না পারা এই বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটির প্রতিদিনের চলাফেরা নির্ভর করে দুই পা ও হাতের ওপর। শীত বাড়লে মাটির সঙ্গে বসবাস করায় তার কষ্ট আরও বেড়ে যায়। দীর্ঘদিন ধরে একটি হুইলচেয়ারের অভাব ছিল তার জীবনের বড় বেদনা।
মলির মানবিক গল্প গণমাধ্যমে প্রচারিত হলে সাড়া দেন অস্ট্রেলিয়া প্রবাসী চিকিৎসা বিজ্ঞানী, অস্ট্রেলিয়ান সিটিজেন অব দ্য ইয়ার পুরস্কারপ্রাপ্ত ড. শামারুহ মির্জা। অসহায় শিশুটির জন্য বুধবার তিনি হুইলচেয়ার কেনার পুরো অর্থ পাঠান। উল্লেখ্য, ড. শামারুহ মির্জা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে এবং ঠাকুরগাঁওয়েরই সন্তান।
তার পাঠানো অর্থে কেনা হুইলচেয়ারটি বৃহস্পতিবার দুপুরে মলির হাতে তুলে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা বিএনপি নেতা কাজল রেহমান, ক্রিড়া ব্যক্তিত্ব ফারুক হোসেন জুলু।
এছাড়াও উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মানিক হোসেন, মহিলা দলের সভাপতি ডালিয়া নাসরিন, পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রুনা লায়লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাহারা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
হুইলচেয়ার পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন মলির মা মনসুরা বেগম। তিনি বলেন,আমার আমার মেয়ের একটা হুইলচেয়ার হবে—কখনো ভাবিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের পরিবার কে, আল্লাহ ভালো রাখুক। আমার মেয়েকে আর মাটির উপর হামাগুড়ি দিয়া চলতে হবে না। এটা আমাদের জন্য আল্লাহর রহমত।
অন্যদিকে ড. শামারুহ মির্জা জানান, শিশু, বিধবা এবং অসহায় নারীদের জন্য ঠাকুরগাঁওয়ে নিয়মিতভাবে কাজ করতে চান তিনি।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন