প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৩:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ৩:৩১ অপরাহ্ণ
‘মির্জা রুহুল আমিন এন্ড ফাতেমা মেমোরিয়াল কমপ্লেক্স’

শহর সংবাদদাতা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের দান করা জমিতে ঠাকুরগাঁওয়ে গড়ে উঠছে এতিম শিশুদের নিরাপদ আশ্রয় ও নারীদের দক্ষতা উন্নয়নের একটি আধুনিক কমপ্লেক্স— ‘মির্জা রুহুল আমিন এন্ড ফাতেমা মেমোরিয়াল কমপ্লেক্স’।
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আদর্শ কলোনিতে দাঁড়িয়ে যাচ্ছে এই কমপ্লেক্স, যা তত্ত্বাবধান করছে আন্তর্জাতিক মানবিক সংস্থা বাসমাহ ফাউন্ডেশন। ইতোমধ্যে নির্মাণকাজের চার ভাগের তিন ভাগ শেষ, আর শুরু হয়েছে প্রাথমিক কার্যক্রমও। এখানে থাকা শতাধিক এতিম শিশু প্রতিদিন পাচ্ছে খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও আশ্রয়সহ সব মৌলিক অধিকার— সম্পূর্ণ বিনামূল্যে।
বাসমাহ অরফানস হোমের এডুকেশন ইনচার্জ আহম্মেদ আমিন জানান, কমপ্লেক্সটিতে চলবে তিনটি কার্যক্রম—বাসমাহ অরফানস হোম, বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টার, বাসমাহ উইমেন্স স্কিল ডেভলপমেন্ট সেন্টার।
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের সোনারগাঁ শাখায় আমাদের কার্যক্রম দেখে মির্জা ফখরুল ইসলামের পরিবারের সদস্যরা অনুপ্রাণিত হন। তাদের সহযোগিতায় ৭৫ শতক জমি দান করা হয়। এরপরই শুরু হয় কমপ্লেক্স নির্মাণের কাজ।”
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কমপ্লেক্সের একাধিক ভবনে জোরেশোরে চলছে নির্মাণকাজ। একটি কক্ষে চলছিলো দোয়ার আয়োজন। জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের শান্তি কামনায় মির্জা পরিবারের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে এই দোয়া অনুষ্ঠিত হয়।
আহম্মেদ আমিন জানান, সারা দেশে বাসমাহ ফাউন্ডেশনের পাঁচটি শাখা সক্রিয়ভাবে মানবিক কাজ করছে। এখানে চলছে—শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম, এতিমদের আবাসন ও লালন-পালন, নারীদের স্কিল ডেভেলপমেন্ট, শীতবস্ত্র বিতরণ,কোরবানি কর্মসূচি, ইফতার বিতরণ।
বাসমাহর সিইও মীর সাখাওয়াত হোসাইন—এর বরাতে তিনি বলেন, “মৌলিক অধিকার থেকে বঞ্চিত শিশু ও নারীদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ঠাকুরগাঁওয়ে যে উদ্যোগ গড়ে উঠছে, এটি ভবিষ্যতে উত্তরবঙ্গের মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ঠাকুরগাঁওয়ের আদর্শ কলোনিতে গড়ে ওঠা ‘মির্জা রুহুল আমিন এন্ড ফাতেমা মেমোরিয়াল কমপ্লেক্স’ শুধু একটি ভবন নয়—এটি হয়ে উঠছে শত শত এতিম ও অসহায় শিশুর মৌলিক অধিকার, নিরাপত্তা ও স্বপ্নপূরণের ঠিকানা। পাশাপাশি নারীদের জন্যও সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের পথ।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন