
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিগত কয়েকদিন থেকে অদ্যাবধি সূর্যের দেখা নেয়। এদিকে শীত মানুষের সহনশীলতার বাইরে অবস্থান নিয়েছে। শীতে জনজীবন্ন বিপন্ন হয়ে পড়েছে। চাকরীজীবিরা অফিস করছে জীবিকা নির্বাহের নিমিত্তে। দিনমজুররা ঠিকমত কাজ করতে পারছেন না। সাধারণ যানবাহন যেমন ভ্যান অটো পাগলুতে তারা যাত্রী পাচ্ছে না। শিক্ষার্থীরা তাদের বিদ্যালয় বা প্রাইভেট পড়তে তেমন যাচ্ছেন না। মানুষজন বিশেষ বা জরুরী কাজ ছাড়া বাসা থেকে বের হচ্ছে না।
এই অসহ্য মাত্রার ঠান্ডায় সবচেয়ে বেশি কাহিল হচ্ছে দিনমজুর ও অসহায় দুস্থ মানুষেরা। তসলিম উদ্দীন নামে একজন দিনমজুর আজ কয়েকদিন ধরে তেমন কোন কাজ পাচ্ছেন না। পেলেও ঠান্ডার কারণে কাজ করতে পারছে না। তিনি একটি শীত বস্ত্রের জন্য উপজেলায় ঘুরছেন। তসলিম উদ্দীনের মত অনেকেই একটি শীত বস্ত্রের জন্য উপজেলা পরিষদে ঘুরছেন। উপজেলার ভেতরে শীত বস্ত্রের জন্য বসে থাকা জমেলা খাতুন বলেন, আগে চেয়ারম্যান,মেম্বার বা মেয়র উপজেলা চেয়ারম্যানরা দিতো। এখন তো তারা নেয়। কয়েকদিন ধরেই উপজেলায় ঘুরছি শীত বস্ত্রের জন্য,পাচ্ছি না। কবির হোসেন নামে আরো একজন বলেন, অন্যান্যবার সরকারীর পাশাপাশি বেসরকারী এনজিও বৃত্তবানসহ রাজনৈতিক দলের লোকেরা শীত বস্ত্র দিতো এবার সেই দৃশ্যর দেখা মিলছে না।
অপরদিকে উপজেলা প্রশাসনও সেভাবে শীত বস্ত্র বিতরণে তৎপরতার দৃশ্য দেখা মিলছে না। তবে মাঝে মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র হাতেগোনা কিছু মানুষকে দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা মিলছে। অন্যান্যবারের মত প্রশাসনের পক্ষ থেকেও এবারে শীত বস্ত্র বিতরণে তেমন তৎপরতা নেই।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম মঙ্গলবার(৬ জানুয়ারী) বলেন, শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। তবে মানুষের যে পরিমাণ চাহিদা, সে পরিমাণ শীত বস্ত্র বিতরণ করা যাচ্ছে না। চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া গেলে দুস্থদের মাঝে বিতরণ করা হবে।