
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও গ্রামে একটি নতুন রাস্তার মাঝে বৈদ্যুতিক খুটি পড়ায় আটকে গেছে সড়কটির নির্মাণ কাজ।
বৈদ্যুতিক খুটিটি ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় পড়ায় নিয়ম মেনে খুটি স্থানতরের জন্য ঠিকাদারের পক্ষ থেকে আবেদন করেও মিলছে না সাড়া।
রাস্তাটির মাঝে বৈদ্যুতিক খুটি থাকায় সাধারণ পথচারীসহ এলাকাবাসীর চলাচল বিঘ্ন হচ্ছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী।
রাস্তাটিতে বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কলিগাঁও ক্লাব মোড় হয়ে কলিগাঁও স্কুল প্রায় এক কিলোমিটার প্রযর্ন্ত রাস্তাটি অর্ধনির্মিত হয়ে রয়েছে। রাস্তায় ইটের টুকরো পড়ে রয়েছে। রাস্তার দুধারে ইটের রেজিং করা রয়েছে। সাধারণ মানুষসহ আশপাশের লোকজনের চলাচল ও রাস্তার মাঝে ঢালু থাকায় ইটের রেজিংগুলো ভেঙ্গে বা উপড়ে পড়ে যাচ্ছে। এতে ক্ষতির স্বীকার হচ্ছে ঠিকাদার।
স্থানীয় মাসুদ,সালামসহ অনেকে এ প্রতিবেদককে বলেন, ছোট একটা বিদ্যুৎ খুটি তিনমাস ধরে স্থানতর করছে না পল্লী বিদ্যুৎ। স্থানীয়রা মনে করছেন বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবেই বিদ্যুৎ খুটি সরাতে গড়িমসি করছে।
ঠিকাদার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সোহেল রানা বলেন, বিদ্যুৎ অফিসের নিয়মনুযায়ী আবেদন করে খুটি স্থানতরের জন্য টাকাও জমা দেওয়া হয়েছে। তারপরেও খুটি সরছে না। এতে তাদের প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
রাণীশংকৈল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক এনামুল হক বলেন, খুটি স্থানতরের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। খুব শিগগির কাজ শুরু হবে।