Home » হাদিকে গুলি করে হত্যাচেষ্টা: ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রতিবাদ মিছিল

হাদিকে গুলি করে হত্যাচেষ্টা: ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রতিবাদ মিছিল

by নিউজ ডেস্ক
স্টাফ রিপোর্টার :  ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষােভ মিছিল করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি।
শনিবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষােভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌড়াস্তায় এসে শেষ হয়।
এসময় বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, স্বেছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না, ছাত্রদলর সভাপতি কায়েস সহ অন্যরা।
এসময় বক্তরা হাদির ওপর গুলি করা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। সেই সাথে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান করেন।

You may also like