
স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি কবরস্থান থেকে তাজা গুলিসহ দুইটি বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২২ ডিসেম্ব) বিকেল সাড়ে ৩টার দিকে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো: বেলাল হোসেন।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো হলো- ৭ দশমিক ৬৫ এমএম সাইজের একটি বিদেশী পিস্তল, অপরটি ৯ এমএম সাইজের একটি বিদেশী পিস্তল। এছাড়াও ৪টি ম্যাগজিন ও ১৭ রাউন্ড গুলি।
পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ও গত ৫ই আগস্ট গণঅভ্যুত্থানকালীন বাংলাদেশ পুলিশ বাহিনী এবং কারাগারসহ অন্যান্য সংস্থার লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক সোমবার ভোররাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ঠাকুরগাঁও ডিবি পুলিশে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিতিত্তে ওই উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া পুকুর কবরস্থান হতে পরিত্যক্ত অবস্থায় একটি খাকি রঙের শপিং ব্যাগ ও সাদা রঙের আরেকটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়।
এরপর ওই দুইটি ব্যাগে তল্লাসি করা হয়। এসময় খাকি রঙের ব্যাগ থেকে ৭ দশমিক ৬৫ এমএম সাইজের একটি বোরের বিদেশী পিস্তল; সাথে ২টি ম্যাগজিন ও ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অপরদিকে সাদা রঙের শপিং ব্যাগ থেকে ৯ এমএম সাইজের একটি বোরের বিদেশী পিস্তাল; সাথে ২টি ম্যাগজিন ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, ঠাকুরগাঁও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাস দমনে আমাদের পুলিশ বাহিনী সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে এবং চলমান রয়েছে।
এদিকে তাজা গুলিসহ ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার।