৮৩
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এ প্রতিপাদ্য নিয়ে শনিবার পীরগঞ্জ উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, সহকারী কমিশনার (ভূমি) এন.এম ইশফাকুল কবীর, থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম প্রমুখ।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে পীরগঞ্জ পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নের উপস্থিত জনগণের সমস্যার কথা শুনে তাৎক্ষনিক প্রতিকারের ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী অফিসার। এছাড়াও সহজেই ও অল্প সময়ের মধ্যে ভূমির নানা রকম সেবা প্রদান করার ঘোষণা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার ৮ জন শ্রেষ্ঠ ভূমি উন্নয়ন কর প্রদানকারী কে পুরস্কার প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।