Home » বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ঠাকুরগাঁও কল্যাণ পরিষদের কমিটি গঠন

বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ঠাকুরগাঁও কল্যাণ পরিষদের কমিটি গঠন

সভাপতি সুমন, সম্পাদক রবিউল

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার : পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানের লক্ষ্য রাজধানী ঢাকায় বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ঠাকুরগাঁও জেলার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গঠিত হলো ‘বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ঠাকুরগাঁও কল্যাণ পরিষদ’।

গত ১৫ নভেম্বর রাজধানীর একটি রেস্টুরেন্টে এই পরিষদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সকলের মতামতের ভিত্তিতে ৩-সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির মাধ্যমে ১৯-সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. মাজহারুল ইসলাম সুমনকে সভাপতি, কৃষি মন্ত্রণালয়ের ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের যুগ্ম-মহাসচিব মো. ওবায়দুল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কর্মরত মো. নাজমুল হুদাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন, কৃষি মন্ত্রণালয়ে কর্মরত মো. নূর আলম (সিনিয়র সহ-সভাপতি), বাণিজ্য মন্ত্রণালয়ে কর্মরত মো. মামুনুর রশীদ (সিনিয়র সহ-সভাপতি), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কর্মরত মো. মামুনুর রশীদ (সিনিয়র সহ-সভাপতি), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত মো. সাজেদুর রহমান সাজু (সিনিয়র সহ-সভাপতি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে কর্মরত মো. ইউসুফ আলী (যুগ্ম-সাধারণ সম্পাদক), শিল্প মন্ত্রণালয়ে কর্মরত মো. নুরুজ্জামান (সহ-সাংগঠনিক সম্পাদক), স্থানীয় সরকার বিভাগে কর্মরত আশরাফুল মখলূ (দপ্তর সম্পাদক), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত সোহেল আরমান সবুজ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), মাদরাসা ও কারিগরি বিভাগে কর্মরত নাজমুন নাহার কেয়া (মহিলা সম্পাদিকা), খাদ্য মন্ত্রণালয়ে কর্মরত মো. জুয়েল রানা (শিক্ষা বিষয়ক সম্পাদক), আইন ও বিচার বিভাগে কর্মরত শরিফুল ইসলাম সুমন (ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে কর্মরত আব্দুস সবুর (ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত মামুন হক ও অর্থ বিভাগে কর্মরত তাহমিনা আলম তৃষ্টি-কে নির্বাহী সদস্য করা হয়েছে।

সভাপতি মো. মাজহারুল ইসলাম সুমন বলেন, ঠাকুরগাঁওয়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে হলে একটি সংগঠন তৈরি করা প্রয়োজন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কর্মরত মো. নাজমুল হুদা বলেন, আমরা ঠাকুরগাঁও প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবো এবং সংগঠনের সকলকে সাথে নিয়ে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমৃত্যু কাজ করে যেতে চাই।

নবনির্বাচিত কমিটি সকলের অধিকার ও পেশাগত উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন বলে আশাব্যক্ত করেছেন।

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত সকলেই সাধারণ সদস্য এবং সহকারী সচিব হতে সচিব পর্যায়ের কর্মকর্তাগণ পদাধিকারবলে ‘উপদেষ্টা’ হিসেবে থাকবেন।

You may also like