৬

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পঞ্চগড় পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র তৌহিদুল ইসলামের আয়োজনে পঞ্চগড় সরকারী অডিটরিয়াম চত্তরে হাজারো নেতাকর্মীদের নিয়ে দোয়া মাহফিল কর্মসূচি পালন করা হয় ।
এতে প্র্যধান অতিথি হিসেবে পঞ্চগড় জেলা বিএনপি’র আহবায়ক জাহেরুল ইসলাম কাচ্চু পৌর বিএনপির সদস্য আব্দুল্লাহ মামুন রনিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় আদালতের সরকারী কৌশুলি এডভোকেট আব্দুল বারি সাবেক ছাত্রদল নেতা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনুস শেখ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপান, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল সাধারন সহ পৌর এলকার মসজিদের ইমাম মুয়াজ্জে এবং মাদ্রাসার এতিম ছাত্ররা অংশ নেন।
মাহফিল শেষে কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব মুফতি আ ন ম আব্দুল করিমের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামানা করে সুস্থ্যতার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়। এর আগে সাবেক মেয়র তৌহিদুল ইসলাম বেগম খালেদা জিয়ার জীবনী আলোচনা করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
তিনি বলেন , দেশের জন্য গনতন্ত্রকে সঠিক পথে চালাতে খালেদা জিয়ার মত দেশমাতার এই মহুর্তে তার প্রয়োজন আমি আশা করি আমাদের দেশনেত্রী আবারও সুস্থ্য হয়ে বিএনপিকে নেতৃত্ব দিবেন। আজকে শুধুমাত্র দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য পৌর এলাকার কয়েকটি মাদ্রাসার এতিম ছাত্র এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ দলীয় নেতাকর্মীরা এই দোয়া মাহফিলে অংশ নিয়ে প্রমান করেছেন খালেদা জিয়ার জন্য পঞ্চগড়ের মানুষের ভালবাসা।