Home » ঠাকুরগাঁওয়ে উদযাপিত হচ্ছে তৃপ্তি মিত্রের জন্মশতবর্ষ উৎসব

ঠাকুরগাঁওয়ে উদযাপিত হচ্ছে তৃপ্তি মিত্রের জন্মশতবর্ষ উৎসব

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের প্রাচীনতম নাট্য সংস্থা ঠাকুরগাঁও নাট্য সমিতির আয়োজনে উপমহাদেশের বাংলা থিয়েটারের কিংবদন্তি অভিনেত্রী ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া ও ঠাকুরগাঁও নাট্য সমিতি মঞ্চে শৈশবে অভিনয়ে অংশ নেওয়া তৃপ্তি মিত্রের জন্মশতবর্ষ উৎসব  হতে যাচ্ছে আগামী ২০ ডিসেম্বর।

এই উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পুরোধা ব্যক্তিত্ব প্রিয় নাট্যজন বাংলাদেশ জাতীয়তাবাদী  দলের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসাবে থাকবেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নাট্য সমালোচক ও সাংস্কৃতিক ভাষ্যকার ও বহুরূপী নাট্যপত্রের সম্পাদক অংশূমান ভৌমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের  প্রফেসর ড. ইস্রাফিল শাহীন।

জন্মশতবর্ষ উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালি, সেমিনার,  প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণের মধ্যে আবৃত্তি, একক অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। সেমিনারে তৃপ্তি মিত্রের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রফেসর মনতোষ কুমার দে। অতিথিবৃন্দ আলোচনায় অংশ নেবেন।

প্রতিযোগিতায় ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে আবৃত্তি- রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা “বীর পুরুষ” ও একক অভিনয় (ইচ্ছেমত)। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য রয়েছে আবৃত্তি কাজী নজরুল ইসলামের কবিতা “কাণ্ডারি হুশিয়ার” ও একক অভিনয় (ইচ্ছেমত)। কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণের জন্য আবৃত্তি কবি আহসান হাবীবের “আমি কোনো আগন্তুক নই”, একক অভিনয় এবং প্রবন্ধ রচনা- “ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক আন্দোলনে তৃপ্তি মিত্রের উত্তরাধিকার”। ১৫ ডিসেম্বরের মধ্যে নাম জমা দিতে হবে।

প্রসঙ্গত, ঠাকুরগাঁওয়ে ১৯১০ সালে প্রতিষ্ঠিত ‘এডওয়ার্ড মেমোরিয়াল হল এ্যান্ড জর্জ করোনেশন ড্রামাটিক ক্লাব’ এই উপমহাদেশের প্রাচীনতম ড্রামাটিক ক্লাব। বর্তমানে এর নাম ঠাকুরগাঁও নাট্য সমিতি’।

You may also like