৭


স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
শনিবার ঠাকুরগাও বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
রুহিয়া থানা পুলিশ জানায়, শুক্রবার দিবাগত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের ঘনি বিষ্ণপুর মৌজার ওয়াপাড়া গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে আব্দুল খালেকের বাড়ি ঘেরাও করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুল খালেক (৪৬), পিতা মৃত আব্দুল আজিজ,শফিকুল ইসলাম (২৮), পিতা ইউসুফ আলী এবংবেজেরুল ইসলাম (৩০), পিতা হক সাহেব। তারা সবাই রুহিয়া উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, আব্দুল খালেকের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা, শফিকুল ইসলামের কাছ থেকে ২০ গ্রাম এবং বেজেরুল ইসলামের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া বেজেরুল ইসলামের জ্যাকেটের পকেট থেকে মাদক বিক্রির নগদ ৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
রুহিয়া থানার ওসি মো.বদিউজ্জামান বলেন,
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতের একটি অংশ রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।