Home » ঠাকুরগাঁওয়ে বিজিবি হাসপাতালের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁওয়ে বিজিবি হাসপাতালের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার (অনলাইন) : ঠাকুরগাঁওয়ে শহীদ লুৎফুর রহমান বিজিবি হাসপাতালের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও বিজিবি ৫০ ব্যাটালিয়নের সদর দপ্তরে হাসপাতালের সকল সদস্যের অংশগ্রহণে দিনটি উৎসবের মাধ্যমে পালিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে হাসপাতালের উত্তরোত্তর সাফল্য, রোগীদের সুস্থতা ও দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরপর কেক কেটে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে প্রীতিভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সুরুজ মিয়া, জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসক, সুধী সমাজের নেতৃবৃন্দ ও বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে কর্নেল মুহাম্মদ সুরুজ মিয়া বলেন, দীর্ঘ এক দশক ধরে শহীদ লুৎফুর রহমান বিজিবি হাসপাতালে যারা পেশাদারিত্ব, মানবিকতা ও সেবার মান বজায় রেখে দায়িত্ব পালন করে আসছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। তিনি হাসপাতালের অব্যাহত সাফল্য ও ভবিষ্যৎ উন্নতি কামনা করেন।

You may also like