Home » ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী বিলবোর্ড ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী বিলবোর্ড ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন এর দাঁড়িপাল্লা সম্বলিত নির্বাচনী বিলবোর্ড ভেঙ্গে ফেলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বুধবার (২৮ জানুয়ারী) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন পরিচালখ অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ। তিনি বলেন, রাতের অন্ধকারে দূর্বৃত্তের মাধ্যমে আমাদের স্থাপতি দাঁড়িপাল্লার বিলবোর্ড ভেঙ্গে ফেলা হয়েছে। যারা এমন কর্মকান্ড করেছেন, তারা কখনোই সুস্থ্য মস্তিস্কের বাংলাদেশের নাগরিক হতে পারে না। আমরা লক্ষ্য করছি নির্বাচনের স্বাভাবিক পরিবেশকে ব্যবহত করে ভিন্নখাতে নেয়ার জন্য, একটি গোষ্ঠি ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

ঠাকুরগাঁওয়ে প্রধানত দুটি দল জামায়াত এবং বিএনপি নির্বাচন করছে। সুতরাং জামায়াতের বিলবোর্ড, ব্যনার ফেস্টুন যদি ভাঙ্গে বা নষ্ট হয়, তাহলে কার দ্বারা এটি সংঘটিত হয়েছে তা ভোটার এবং ঠাকুরগাঁও বাসির কাছে পরিস্কার। শুধু এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় জামায়াতের বিলবোর্ড, ব্যনার, ফেস্টুন ছিড়ে ফেলা হয়েছে। নতুন করে স্থাপনে বাঁধা দিচ্ছে বিএনপির ভাইয়েরা। আমরা স্পস্ট করে বলতে চাই, বিলবোর্ড ভেঙ্গে জামায়াতের প্রার্থী দেলাওয়ারকে ভোটারদের অন্তুর থেকে মুছে ফেলা সম্ভব না। ভোটাররা যে সিদ্ধান্ত নিয়েছ তা আগামী ১২ ফেব্রুয়ারী সারাদিন ব্যালটের মাধ্যমে প্রয়োগ করবে।

তিনি রিটানিং কর্মকর্তাদের নিকট দাবি জানিে বলেন, বিলবোর্ড ভাঙ্গার সিটি টিভির ফুটেজ পাওয়া গেছে। ফুটেজ দেখে অবিলম্বে দোষীদের সনাক্ত করে, দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি বের করা হয় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় গিয়ে শেষ হয়।

এ ব্যপারে জামায়াতের এমপি প্রার্থী দেলাওয়ার হোসেন রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেন, আপনি আপনার দলের নেতাকর্মীদের সামলান। আমরা হিংসা ছড়াবো না। তাদের এ ধরনের কর্মকান্ডই, তাদের পতনের মূল কারণ হবে। আমরা ভালবাসা দিয়ে মানুষের মন জয় কররতে চাই। ঠাকুরগাঁওয়ের মানুষ ব্যালট বিপ্লবের মাধ্যমে এ সকল আচরণের জবাব দিবে ইনশাআল্লাহ্।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত তিনটা আঠারো মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠের দক্ষিণ পূর্ব কোনে অবস্থিত জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন এর দাাঁড়িপাল্লা বিলবোর্ডটি ভেঙ্গে দূর্বৃত্তরা। সিসি টিভির ফুটেজে দেখা যায়, মোটর সাইকেল যোগে হেলমেট পরা দুই যুবক এসে বিলবোর্ডটি ভেঙে ফেলছে। এ ঘটনায়, জামায়াত সমর্থিতদের মাঝে ব্যপক ক্ষোভ বিরাজ করছে।

You may also like