
লোকায়ন রিপোর্ট: আজ (১৭ ফেব্রুয়ারি ২০২৪) প্রবীণ অধিকার মঞ্চ-এর আয়োজনে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর মিলনায়তন, বিজয় সরণি, ফার্মগেট ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রবীণ সম্মিলন ২০২৪। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বেগম মতিয়া চৌধুরি এমপি, সংসদ উপনেতা, বাংলাদেশ জাতীয় সংসদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ড. আবু সালেহ মোস্তফা কামাল (মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর) এবং নির্ধারিত বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন সুরাইয়া বেগম এনডিসি (সাবেক সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ড. কাজী খলীকুজ্জামান আহমদ (সভাপতি, প্রবীণ অধিকার মঞ্চ, বাংলাদেশ)। অনুষ্ঠানে প্রবীণ অধিকার মঞ্চের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপনসহ অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করছেন ড. মুহম্মদ শহীদ উজ জামান ক্যাপিস্টোন ফেলো এনডিসি স্যার (সাধারন সম্পাদক, প্রবীণ অধিকার মঞ্চ, বাংলাদেশ)।