৭৮
![](https://www.dainiklokayan.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
লোকায়ন রিপোর্ট: ঠাকুরগাঁওয়ে নদীর পানিতে থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে থানা পুলিশ।
শনিবার (২২ জুন) দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের রানীরঘাট ব্রিজের নিচে ও টাঙ্গন নদীর পানি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম।
ওসি জানান, স্থানীয়রা লাশ দেখতে পয়ে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে ওই নারীর নাম ও পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।