৯০
শহর সংবাদদাতা
স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ৭দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু হয়। ভূমি অফিসের তত্ত্বাবধায়নে ৮ থেকে ১৫ জুন পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হবে।
শনিবার (৮ জুন) সকাল ১০ টায় প্রশাসনের আয়োজনে একটি রেলি বের হয় পরে ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোলেমান আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান,বিশেষে অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক, পৌর মেয়র আঞ্জুমান আরা (বন্যা) বীর মুক্তি যোদ্ধা জনাব মাহবুবর রহমান বাবলু প্রেসক্লাব সভাপতি মোঃ মনছুর আলী সহ প্রমুখ।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন এসিল্যান্ড সভায় বক্তরা অনলাইনে জমির খাজনা প্রদান, ই নাম জারি, অনলাইনে বাড়িতে বসেই প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
পরে উপজেলার ২২ ইউনিয়নের মধ্যে ভূমি অফিসের আওতায় কয়েক জনকে সর্বোচ্চ করদাতা হিসাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।